বিনোদন ডেস্ক:
বলিউডের সেরা পরিচালক জুটি আব্বাস-মাস্তান পরিচালিত ‘বাজিগর’ হিন্দি সিনেমা জগতে একটি ইতিহাস। ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাজিগর’ই সুপারস্টার শাহরুখ খানের ক্যরিয়ারের মাইলফলক।
আবারও দর্শকদের নস্টালজিয়ায় ভাসাতে পর্দায় আসবে জনপ্রিয় এ থ্রিলার সিনেমাটির সিক্যুয়েল। সবচেয়ে বড় খুশির সংবাদ হলো বলিউড বাদশাহকে নিয়েই ‘বাজিগর টু’ তৈরি করার ইচ্ছে প্রকাশ করেছেন প্রযোজক রতন জৈন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি রতন জৈন জানিয়েছেন, শাহরুখের সঙ্গে ‘বাজিগর’-এর সিক্যুয়েল নিয়ে বেশ কয়েক ধাপে আলোচনা হয়েছে তার। শাহরুখ নাকি বিষয়টি যথেষ্ট গুরুত্ব নিয়েই শুনেছেন।
এই প্রসঙ্গে প্রযোজকের বক্তব্য, ‘বাজিগর টু’ নিয়ে শাহরুখের সঙ্গে কথা হয়েছে। যদিও এখনও কিছু ফাইনাল হয়নি। তবে সিনেমাটি যে অবশ্যই তৈরি হবে এবং শাহরুখকে নিয়েই তৈরি হবে সেই বিষয়ে আমরা আশাবাদী।
তিনি আরও বলেন, ‘১৯৯৬ সালে এই সিনেমাটির দ্বিতীয় পর্ব যদি আনা যায় তাহলে সেটি নিঃসন্দেহে একটি নস্টালজির ব্যাপার হবে।
যদিও চিত্রনাট্য বা কাস্টিং নিয়ে এখনও কিছু চিন্তা ভাবনা করা হয়নি। আগামী দিনে এই বিষয়টি নিয়ে আমরা জোর কদমে এগোবো এবং খুব শীঘ্রই ‘বাজিগর টু’ নিয়ে আসবো দর্শকদের জন্য।’
নায়ক নয়, বরং খলনায়ক হিসাবেই ‘বাজিগর’ সিনেমায় অভিনয় করে বাজিমাত করেছিলেন শাহরুখ খান।
এই সিনেমার সুবাদেই বলিউড পেয়েছিল শাহরুখ-কাজলের মতো ‘সুপারহিট’ জুটি। যে জুটির ম্যাজিক তিন দশক পেরিয়ে আজও অটুট।
এছাড়া এটা বলার অপেক্ষা রাখেনা, শিল্পা শেট্টি ও কাজলের বিপরীতে শাহরুখ তার অভিনয় দক্ষতায় সেই থেকে দর্শক হৃদয়ে শ্রেষ্ঠত্বের খুঁটি গেড়েছেন। যা আজও বিরাজমান।
জানা যায়, এই সিনেমায় প্রথমে অনিল কাপুরকে ভিকির চরিত্রে কল্পনা করা হয় কিন্তু অনিল তখন ‘রূপ কি রানী চোর কা রাজা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন বলে মানা করে দেন এই অফার।
পরবর্তী সময়ে ‘বাজিগর’ সিনেমার অফার যায় সালমান খানের কাছে কিন্তু সালমানের বাবা সেলিম চাননি ছেলে এইরকম কোনও নেগেটিভ চরিত্রে অভিনয় করুক, তাই সালমান এই প্রজেক্ট থেকে সরে দাঁড়ান। অবশেষে এই অফার যায় শাহরুখ খানের কাছে এবং তিনি রীতিমতো এই অফার লুফে নেন। বাকিটা ইতিহাস।