হোম অর্থ ও বাণিজ্য বাজারে শীতের আগাম সবজি, দামও কম

বাণিজ্য ডেস্ক :

নওগাঁর পাইকারি বাজারে শীতের আগাম সবজির সরবরাহ বেড়েছে। প্রকারভেদে দর কমেছে কেজিতে ৭ থেকে ১০ টাকা পর্যন্ত। এতে ক্রেতা খুশি হলেও চাষিরা বলছেন, চড়া দামে কেনা কৃষি উপকরণের কারণে উৎপাদন খরচ উঠছে না।

নওগাঁর পাইকারি আড়তে শীতের সবজি ফুলকপি, শিম, মুলা, বরবটি, লাউ, কদুর সরবরাহ বেড়েছে। বুধবার (১২ অক্টোবর) সকালে আড়তে ক্রেতার উপস্থিতিতে জমজমাট বেচাকেনা। সরবরাহ বাড়ায় সপ্তাহ ব্যবধানে ফুলকপি, শিম, ঢ্যাঁড়শ , বেগুন, কাঁচা মরিচ, পেঁপে ও ঝিঙার দাম ৭ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে। তবে দাম বেড়েছে পটোল, করলা ও আলুর।

এ আড়তে প্রতি কেজি বেগুন ৩৫ টাকা, পেঁয়াজ ৩৫ টাকা, পটোল ৩০ টাকা, মিস্টি লাউ (পিস) ২৫ টাকা, ঢ্যাঁড়শ ২৫ টাকা, কাঁচা মরিচ ২০ টাকা, লেবু (পিস) ৩ টাকা, শিম ১২০ টাকা কেজি, ফুলকপি (পিস) ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

চাষিদের দাবি, বাড়তি দরে কেনা কৃষি উপকরণের কারণে বাড়তি উৎপাদন খরচ গুনতে হয়েছে। কিন্তু হঠাৎ সবজির দর কমায় তাদের লাভ হচ্ছে না।

একজন চাষি বলেন, সবজির দাম একেবারেই কম। এদিকে সারের দাম বেশি। আমাদের যে লাভ হওয়ার কথা তা হচ্ছে না। উৎপাদন খরচ বেশি হয়ে যাচ্ছে। এতে আমাদের পোষাচ্ছে না।

উল্লেখ্য, এ আড়তে প্রতিদিন ৩০ থেকে ৩৫ লাখ টাকার সবজি বেচাকেনা হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, চলতি মৌসুমে এ জেলায় ৩৭ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজির আবাদ করা হয়েছে। যেখান থেকে প্রায় সাড়ে ৪ লাখ মেট্রিক টন সবজি পাওয়ার আশা করা হচ্ছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন