হোম তথ্যপ্রযুক্তি বাজারে আসছে গেমিং মাস্টার রিয়েলমি নারজো ২০

বাজারে আসছে গেমিং মাস্টার রিয়েলমি নারজো ২০

কর্তৃক Editor
০ মন্তব্য 953 ভিউজ

সংকল্প ডেস্ক :

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি চলতি বছরের ২৮ ডিসেম্বর একটি অনলাইন লঞ্চিং ইভেন্টের মধ্য দিয়ে বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো লঞ্চ করবে গেমিং মাস্টার রিয়েলমি নারজো ২০।

এক বিজ্ঞপ্তিতে রিয়েলমি জানিয়েছে, রিয়েলমি নারজো ২০ স্মার্টফোনটিতে থাকছে পাওয়ারফুল হেলিও জি৮৫ গেমিং প্রসেসর। আনতুতু বেঞ্চমার্কে এর গেমিং স্কোর দুই লাখের বেশি। পাশাপাশি থাকছে ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা এবং ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সাথে টাইপ সি ১৮ ওয়াটের কুইক চার্জ সুবিধা। আধুনিক সব টেক ফিচারের সমন্বয়ে তরুণ গেমারদের লাইফস্টাইলকে সমুন্নত করতেই রিয়েলমি এই ফোন বাজারজাত করছে।

তরুণ গেমারদের জন্য রিয়েলমি নারজো ডিভাইসে থাকছে সেরা হার্ডওয়্যার-সফটওয়্যার অপটিমাইজেশন। গেমিং মাস্টার রিয়েলমি নারজো ২০ গেমিং প্রসেসরের অসাধারণ কার্যক্ষমতায় গেমিং ছাড়াও যেকোনো কাজে বিস্ময়কর গতি নিশ্চিত করবে।

সিলভার সোর্ড ও ব্লু ব্লেইড, এ দুটি ডাইনামিক রঙে রিয়েলমি নারজো ২০-তে থাকছে ৮৮.৭ শতাংশ ক্রিন-টু-বডি রেশিওর বিশাল ৬.৫ ইঞ্চি মিনি ড্রপ ডিসপ্লে, যা দেবে চমৎকার ভিউইং এক্সপেরিয়েন্স। বড় অ্যাপারচারের ৪৮ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরায় কম আলোতে নিখুঁত ছবি তোলা যাবে। আর ফ্রন্ট ক্যামেরায় তোলা যাবে চমৎকার ডিটেইলসের সেলফি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন