হোম খুলনাবাগেরহাট বাগেরহাট-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আ. ওয়াদুদ এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

বাগেরহাট-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আ. ওয়াদুদ এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 29 ভিউজ
জসিম উদ্দিন:
বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১০ দলীয় জোট প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টায় রামপাল উপজেলার পেড়িখালি ইউনিয়নের ফুলপুকুর মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। পেড়িখালি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর গোলাম মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাট-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। তিনি তার বক্তব্যে বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থার বাংলাদেশ। রামপাল–মোংলার গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি আজীবন সংগ্রাম করে যাব।
বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. ইকবাল হোসাইন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস। এনসিপির কেন্দ্রীয় যুুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ, রামপাল উপজেলা এনসিপির রামপাল উপজেলা সমন্বয়ক মো. মাজিদুর রহমান জুয়েল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ মল্লিক আব্দুল হাই, সেক্রেটারি মাওলানা জিহাদুজ্জামান জিহাদ, মোংলা জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মো. কোহিনুর সরদার, সাবেক ছাত্রশিবির সভাপতি মো. আসাদুজ্জামান আছাদ, মুক্তিযোদ্ধা রাজু আহমেদ, ছাত্র শিবির নেতা আহমদুল্লাহ, মো. আমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জনসভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন