মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট–১ আসন (মোল্লাহাট, চিতলমারী ও ফকিরহাট) থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হক এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলীয় নেতৃবৃন্দ।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস মোল্লাহাট উপজেলা কমিটির সভাপতি মাওলানা হাফিজুর রহমান। তিনি জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বাগেরহাট–১ আসনে আল্লামা মামুনুল হককে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে এবং নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে। অন্যান্য নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন খন্দকার আক্তারুজ্জামান, মাওঃ হাফিজুর রহমান,মাওঃ আবু হুরায়রা, মাওঃ আব্দুল বাসার, মাওঃ অহিদুজ্জামান, মুহাম্মদ বিল্লাল সরদার, শহিদুল ইসলাম, মুহাম্মদ শোয়াইব আহমেদ, মাওঃ হাফিজুর রহমান, মাওঃতরিকুল ইসলাম, মাওঃ নাইমুল ইসলাম, মুহাম্মদ শরিফুল ইসলাম, হাফেজ অলিদ হোসেন সহ অন্যান্য উপজেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ।
