মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটে বঙ্গবন্ধু জেলা ভলিবল লীগের খেলায় মোল্লাহাট উপজেলা ভলিবল দল চ্যাম্পিয়ন হয়েছে। আজ সোমবার (১৫মার্চ)বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাগেরহাট শেখ হেলাল উদ্দীন স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্ত উপজেলা ভলিবল টুর্ণামেন্টে প্রথম সেমিফাইনাল খেলায় মোল্লাহাট উপজেলা দল চিতলমারী উপজেলা দলকে ২-১ সেটে পরাজিত করে ফাইনালে পৌছে যায়। দ্বিতীয় সেমিফাইনাল খেলায় বাগেরহাট সদর উপজেলা দল শরনখোলা উপজেলা দলকে ২-০ সেটে পরাজিত করে ফাইনালে পৌছে যায়।
ফাইনাল খেলায় মোল্লাহাট উপজেলা ভলিবল দল বাগেরহাট সদর উপজেলা দলকে ৩-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মোল্লাহাট দলের খেলোয়াড় মোঃ মফিজুর রহমান। খেলা শেষে পুরস্কার বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাটের পুলিশ সুপার একে এম আরিফুল হক, বিশেষ অতিথি এডিসি জেনারেল খন্দকার রেজাউল করিম, মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন, অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদুর রহমান বিজয়ী ও বিজিত দলের মধ্যে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি, সেরা খেলোয়াড় ট্রফি ও শুভেচ্ছা স্মারক তুলেদেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সদর থানার ওসি কেএম আজিজুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মোঃ মিজানুর রহমান, বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হায়দার আলী বাবু, অতিরিক্ত সম্পাদক অমিত কুমার, সদস্য মোঃ বায়জিদুর রহমান, মাছরাঙ্গা টেলিভিশন ও যুগান্তর এর জেলা প্রতিনিধি শওকত হোসেন বাবু, মোল্লাহাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ।
s