ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের নিকট থেকে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ (কারিগরি বিভাগ) শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের ক্রেষ্ট গ্রহন করেন ফকিরহাট শেখ হাসিনা কারিগরি কলেজের প্রভাষক শ্যামল কুমার সাহা। মঙ্গলবার সকাল ১০টায় যদুনাথ স্কুল এন্ড কলেজ অভিটোরিয়ামে এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী লসঅলশঅভ মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম ও জেলা শিক্ষা কর্মকর্তা মো: কামরুজ্জামান সহ বিভিন্ন কর্মকর্তা।
উল্লেখ্য, প্রভাষক শ্যামল কুমার সাহা জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ কারিগরি বিভাগে খুলনা বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন বাগেরহাটের ফকিরহাট শেখ হাসিনা কারিগরি মহাবিদ্যালয়ের প্রভাষক (আইসিটি৪ই) এর বাগেরহাট জেলা অ্যাম্বাসেডর শ্যামল কুমার সাহা। তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এ উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) নির্বাচিত হয়েছিলেন। তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) নির্বাচিত হন। এছাড়া তিনি ফকিরহাট কন্ঠসর শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কার্যμমের সাথে জড়িত রয়েছেন।
