হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটে স্বাস্থ্যবিধি মেনে বিশ ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদের প্রধান জামাত

বাগেরহাটে স্বাস্থ্যবিধি মেনে বিশ ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদের প্রধান জামাত

কর্তৃক
০ মন্তব্য 124 ভিউজ

বাগেরহাটে অফিস :
বাগেরহাটে মরণব্যাধি করোনা ভাইরাস রোগ মুক্তি কামনায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আজাহা পালিত হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সকাল সাড়ে সাতটায় বাগেরহাটের বিশ^ ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

এই মসজিদের বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।

মুসল্লিরা মূখে মাক্স পরে কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে সারিবদ্ধভাবে মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার সময় মুসল্লিরা একে অপরের সাথে মুখে কুশলাদি বিনিময় করলেও যুগযুগ ধরে চলে আসা ভ্রাতৃত্বের বন্ধন কোলাকুলি কেউ করেননি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন