বাগেরহাট অফিস :
বাগেরহাটে মৎস্য ঘেরে গিয়ে চিংড়িসহ সকল মাছের রোগ নির্ণয় চাষীদের প্রয়োজনীয় সেবা প্রদানের জন্য বাগেরহাটে ভ্রাম্যমান মৎস্য ক্লিনিক চালু হয়েছে। বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের উদ্যোগ ও পরিচালনায় এই ক্লিনিক চালু করা হয়। বাগেরহাট সদর উপজেলার মিজানুর রহমান ও হারিদুল ইসলামের মৎস্য ঘেরে গিয়ে পানির গুনাগুন ও মাছের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে এই কার্য্যক্রম পরিচালনা করেন বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তারা। এসময় ভ্রাম্যমান মৎস্য ক্লিনিককের টিম লিডার উর্দ্ধোতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম রাকিবুল ইসলাম, মোসা সাবরিনা খাতুন, শরিফুল ইসলাম, মোল্লা এন এস মামুন সিদ্দিকিসহ স্থানীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন। এর আগে প্রতিষ্ঠানের চত্বরে বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকরতা ড. এএফ এম শফিকুজ্জোহা ভ্রাম্যমান মৎস্য ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।