রাজনীতি ডেস্ক:
বাগেরহাটে দুটি আসনে জাকের পার্টির ২ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের এ মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে বলে জানান প্রার্থিতা প্রত্যাহারকারীরা।
রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।
বাগেরহাট-১ আসন (চিতলমারী, ফকিরহাট ও মোল্লহাট) জাকের পার্টির শেখ গোলাম ফারুক চান ও বাগেরহাট-৪ আসন (মোরেলগঞ্জ-শরণখোলা) জাকের পার্টির বাদল রেজা তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
জাকের পার্টি বাগেরহাট জেলা কমিটির সভাপতি খান আরিফুর রহমান বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাদের বাগেরহাট আসন ১ ও ৪ আসনের দুই প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। বাগেরহাটের ৪টি আসনের মধ্যে শুধুমাত্র বাগেরহাট-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো বলে জানান তিনি।