বাগেরহাট অফিস:
করোনা পরিস্থিতিতে বাগেরহাটে ৪ শতাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান, গাছের চারা ও মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন পরিষদে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এর আগে ঈদুল আজহা উপলক্ষে বাগেরহাট সদর উপজেলার ১৩ হাজার ৫শ পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়ার উদ্বোধন করা হয়। খাদ্য সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম।
সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন,স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ শমসের আলীসহ আরও অনেকে। বক্তারা বলেন, করোনার বর্তমান পরিস্থিতিতে মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে।কোন অবস্থাতেই মাস্ক ছাড়া চলাফেরা করা যাবে না।যদি সামাজিক দুরত্ব না মানা হয় তাহলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।##