হোম খুলনাবাগেরহাট বাগেরহাটে আমের ঝুড়ি  থেকে কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার, আটক ১

বাগেরহাটে আমের ঝুড়ি  থেকে কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার, আটক ১

কর্তৃক Editor
০ মন্তব্য 56 ভিউজ
জসিম উদ্দিন:
বাগেরহাটে ২০ হাজার ৩শ পিস ইয়াবাসহ কালাম হোসেন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৩ জুলাই) গভীর রাতে জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে সাতক্ষিরাগামী একটি যাত্রীবাহী বাস তল্যাশী করে এই মাদক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা।
রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে  এ তথ্য জানান বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা এক্সপ্রেস নামের একটি অভিযান চালিয়ে বাসের বক্সের ভেতরে কালো রঙের একটি আমের ক্যারেটের ভেতরে রাখা ২০ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।সেই সাথে ইয়াবা ব্যবসায়ী কালাম হোসেন (২৫) আটক করা হয়। আটকের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ সুপার।
গ্রেফতারকৃত কালাম হোসেন (২৫) সাতক্ষীরা জেলার নাথুয়া থানার নাথুয়ার ডাঙ্গার আব্দুল গফুরের ছেলে।##

সম্পর্কিত পোস্ট

মতামত দিন