হোম খুলনাবাগেরহাট বাগেরহাটে অনুমোদনহীন আইসক্রিম ধ্বংস, জরিমানা,মোংলায় ৭ ব্যবসায়ীর অর্থদন্ড

জসিম উদ্দিন, বাগেরহাট :

বাগেরহাটে অনুমোদনহীন কারখানায় আইসক্রিম তৈরি ও বাজারজাত করার অপরাধে ইমান শেখ নামের এক কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মোংলায় মুল্য তালিকা প্রদর্শন ও মেমো না থাকায় ৭ ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে বাগেরহাট সদরের মাঝিডাঙ্গা এলাকায় একটি বাসাবাড়িতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন। অভিযান শেষে বিপুল পরিমাণ আইসক্রিম ধ্বংস করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ তথ্য নিশ্চিত করে জানান, ‘অনুমোদনহীন ওই কারখানায় ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। বিভিন্ন ব্রান্ডের প্যাকেটে এসব আইসক্রিম দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করা হতো।’কারখানার কয়েকটি ফ্রিজে থাকা বিপুল পরিমাণ আইসক্রিম অভিযানের সময় ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

এদিকে দ্রব্য মুল্য নিয়ন্ত্রনে রাখতে মোংলা বাজারে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল ও উপজেলা সহকারী কমিশনার মো: হাবিবুর রহমান এর নেতৃত্বে দুপুরে মোংলা বাজারে দুইটি মোবাইল কোট পরিচালনা করেন। এসময় মুল্য তালিকা প্রদর্শন না করা ও ক্রয়কৃত পন্যের মেমো না থাকায় ৭ জন ব্যবসায়ীকে সর্বমোট- তিন হাজার পাচশত টাকা জরিমানা করা হয়।

মোংলা উপজেলা সহকারী কমিশনার মো: হাবিবুর রহমান জানান, কেউযেন সিন্ডিকেট তৈরী করে পন্যের দাম বৃদ্ধি করতে না পারে তাই নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। তারই অংশ হিসেবে আজ অভিযান পরিচালনা করা হয়েছে। যা আগামীতে অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন