মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে আজ শনিবার সকালে মোল্লাহাট থানার আয়োজনে“মুজিববর্ষের মূলমন্ত্র,কমিউনিটি পুলিশিং সর্বত্র” প্রতিপাদ্যের আলোকে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে থানা কমপ্লেক্স ভবন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ কাজী গোলাম কবীর।
বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা,উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ ওয়ালীউজ্জামান, অবসর প্রাপ্ত ওসি মোহাম্মদ আলী মিয়া, অধ্যক্ষ এল জাকির হোসেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ওসি তদন্ত জগন্নাত চন্দ্র, ইউ.পি চেয়ারম্যান শিকদার উজির আলী, মোঃ বাবলু মোল্লা, মুন্সি তানজিল হোসেন, শেখ রফিকুল ইসলাম, এস.আই মোঃ শাহীনুল ইসলাম, গাওলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফকির নজরুল ইসলাম সুখ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমান মিয়া প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোল্লাহাট প্রেসক্লাব সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী মোহন। বক্তাগন সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধে পুলিশকে সহযোগীতা করার জন্য কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করার মতামত প্রদান করেন।