হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে ৪দলীয় ভলিবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত।

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে মঙ্গলবার(৯মার্চ) কাহালপুর তেতুলবাড়ি এম এম ওবায়দুর রহমান ফাউন্ডেশন ও কাহালপুর তেতুলবাড়ি যুব সংঘের উদ্যোগে চার দলীয় ভলিবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। দুপুর থেকে শুরু হওয়া উক্ত টুর্ণামেন্টে অংশগ্রহন করে এম এম ওবায়দুর রহমান ভলিবল দল, নাশুখালি ভলিবল দল, বুড়িগাংনী ভলিবল দল ও নাচুনিয়া তেরখাদা ভলিবল দল।

চুড়ান্ত খেলায় এম এম ওবায়দুর রহমান ভলিবল দল নাচুনিয়া তেরখাদা ভলিবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন পুরস্কার অর্জন করে। খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতি ছিলেন উপজেলা আওয়ামী লীগ এর সদস্য মোঃ আয়ুব আলী মোল্লা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন।

আরও উপস্থিত ছিলেন মতিয়ার রহমান মোল্লা, আফতাব ফকির, রহমান ভূইয়া, শহিদ মোল্লা, লায়েক কাজি, আবুল হাসান বিপুল, নিজাম মোল্লা, জালাল হোসেন, শাহীন মেম্বর, রফিক মোল্লা,নজরুল কাজি, শরিফুল ইসলাম, আবু আবদুল্লাহ পান্না, খলিলুর রহমান, জুয়েল চৌধুরী, রমজান.সজিব, মাসুম, জাহাঙ্গীর, তুষার, দুখু ও আবুল কাসেম কালিম।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন