মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় আজ সোমবার(৮জানুয়ারী) করোনা টিকা প্রদানের ২য় দিনে টিকা গ্রহন করলেন, মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানা। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিকা গ্রহন শেষে স্থানীয় সাংবাদিকদের জানান, কোভিড-১৯ এর ভয়াবহতা থেকে নিজেকে রক্ষা করার সাথে দেশকে রক্ষা করতে সকলকে টিকা নিতে হবে।
বিশ্বের অনেক উন্নত দেশ এখন ও যেখানে ভ্যাক্সিন পায়নী, সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় আজ আমরা বিশ্ব বিখ্যাত অক্সফোর্ডের টিকা সম্পূর্ন বিনা খরচে হাতের কাছেই পাচ্ছি, তাই সকলের উচিৎ কোন ধরণের গুজবে কান না দিয়ে, নিজ উদ্যোগে কেন্দ্রে এসে টিকা গ্রহন করা। এবং অন্যকে টিকা গ্রহনে উদ্বুদ্ধ করা।
দ্বিতীয় দিন আরো টিকা নিয়েছেন শেখ হেলাল উদ্দীন এম.পি’র, একান্ত সহকারী সচিব ও উপজেলা আওয়ামী লীগ এর সিনিয়র যুগ্ম-সম্পাদক শিকদার ওয়ালীদ হোসেন, থানা অফিসার ইনচার্জ কাজি গোলাম কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, ওসি(তদন্ত) জগন্ময় চন্দ্র, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, পিআইও মোঃ মফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান মোল্লা হায়দার, কোদালীয়া ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, প্রভাষক সিতাংশু সমাজপতি, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চৌধুরী আহসান হাবীব শামীম, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,কর্মচারী, পুলিশ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দসহ ১৩০ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস প্রতিবেদককে জনান, গতকাল যারা টিকা নিয়েছিলো তারা সকলেই সুস্থ ও স্বাভাবিক আছে। কারো কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নী এ কারনে আজ টিকা গ্রহন ইচ্ছুকদের ভীড় বেড়েছে। আগামী দিনগুলিতে আরো ভীড় হবে বলে ধারণা করা হচ্ছে।
s