হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে রুপান্তরের আয়োজনে পুষ্টি উন্নয়নে অংশগ্রহনমূলক পিয়ার এডুকেটর প্রশিক্ষন অনুষ্ঠিত।

বাগেরহাটের মোল্লাহাটে রুপান্তরের আয়োজনে পুষ্টি উন্নয়নে অংশগ্রহনমূলক পিয়ার এডুকেটর প্রশিক্ষন অনুষ্ঠিত।

কর্তৃক
০ মন্তব্য 127 ভিউজ

মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে আজ রবিবার পুষ্টি উন্নয়নে ২দিন ব্যাপি অংশগ্রহনমূলক পিয়ার এডুকেটর প্রশিক্ষন সম্পন্ন হয়েছে। দাতা সংস্থা ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে,কনসানর্ ওয়াল্ড ওয়াইড ও ওয়াটার এইড বাংলাদেশ এর টেকনিকাল সহযোগীতায় , উন্নয়ন সংস্থা রূপান্তরের বাস্তবায়নে মোল্লাহাট উপজেলা রিসোর্স সেন্টারে ৭টি মাধ্যমিক বিদ্যালয়ের ৭জন ছাত্র ও ৭জন ছাত্রী মোট ১৪ জন অংশগ্রহনকারীকে নিয়ে পুষ্টি উন্নয়নে অংশ গ্রহনমূলক সমন্বিত প্রকল্প(ঈজঅঅওঘ)এর আওতায় ২২ ও ২৩ আগষ্ট উক্ত প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

সমাপনী দিনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপঃ সহকারী প্রকৌশলী মোঃ মহিদুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার,মাধ্যমিক একডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাস। সহায়কের দায়িত্ব পালন করেন জেলা সিএসও মবিলাইজার শরিফুল বাসার,ওয়াশ অফিসার প্রশান্ত চক্রবর্তী, প্রশিক্ষনের সার্বিক পরিচলনায় ছিলেন উপজেলা ওয়াশ ও সিএসও মবিলাইজার মোঃ আব্দুল করিম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন