হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভূমি ও গৃহহীন ৩৫টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন ৩৫টি পরিবারকে আনুষ্ঠানিক ভাবে ০২ শতক জমি ও বাসগৃহ প্রদান করা হয়েছে। আজ শনিবার (২৩ জানুয়ারী) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে একযোগে ভার্চুয়ালী আনুষ্ঠানিকভাবে এ জমি ও বাসগৃহ প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন উপকার ভোগীদের হাতে মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধামন্ত্রীর উপহার “স্বপ্ননীড়” এর চাবী, জমির দলিলপত্রাদী ও শীতবস্ত্র তুলে দেন। এ উপহার বুঝে পেয়ে দরীদ্র উপকারভোগীরা আবেগে আপ্লুত হয়ে পড়ে, অনেকের চোখে আনন্দ অশ্রæ ঝরতে দেখা যায়।

এসময় তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাৎ কামনা করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাগেরহাট- ০১ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন এঁর জন্য প্রাণ খুলে দোয়া করেন।

ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত এসকল গৃহ প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় সরকারী খাস জমিতে নির্মিত হয়েছে । গাংনী ইউনিয়নের দারিয়ালা গ্রামের আঠারো বাকি নদীর তীর সংলগ্ন দৃষ্টিনন্দন এলাকার খাসজমিতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত বিভিন্ন সুবিধা সম্বলিত উক্ত ঘরের কাজ সরকার নির্ধারিত নকশানুযায়ী উপজেলা নির্বাহী অফিসার এঁর তত্তাবধানে সম্পন্ন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, অফিসার ইনচার্জ কাজি গোলাম কবীর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, অধ্যক্ষ এল জাকির হোসেন, মৎস্য কর্মকর্তা রাজকুমার বিশ্বাস, প্রাণী সম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল, কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান, উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ কামরুন্নেসা,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, সমবায় কর্মকর্তা আশুতোষ কুমার মল্লিক, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, মোঃ বাবলু মোল্লা, মুন্সি তানজিল হোসেন, শেখ রফিকুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন