হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভূমি ও গৃহহীনদের জন্য নির্মান হচ্ছে ৩৫টি বাড়ী।

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ

“আশ্রয়ণের অধিকার,শেখ হাসিনার উপহার” স্লোগানকে সামনে রেখে, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে বাগেরহাটের মোল্লাহাটে ৩৫টি গৃহ নির্মান কাজ প্রায় ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে।

ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মান হচ্ছে এ গৃহ। জানাগেছে প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৩৫টি পরিবারের জন্য সরকারী খাস জমিতে এই গৃহ নির্মিত হচ্ছে।

মঙ্গলবার (১২জানুয়ারী) মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান ও গৃহনির্মান বাস্তবায়ন কমিটির উপদেষ্টা শাহীনুল আলম ছানা প্রতিবেদককে জানান গরীব বান্ধব আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়ে দরিদ্র পরিবারগুলো ভিষন খুশি হয়েছে এবং তাঁর জন্যে ও বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এঁর জন্য উপকারভোগীরা প্রাণ খুলে দোয়া করছে।

উপজেলা নির্বাহী অফিসার ও গৃহনির্মান কাজ বাস্তবায়ন কমিটির সভাপতি মাফ্ফারা তাসনীন বলেন গাংনী ইউনিয়নের দারিয়াল গ্রামের আঠারো বাকি নদীর তীর সংলগ্ন ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মানাধীন উক্ত ঘরের কাজ প্রায় শেষের দিকে। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ৩৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের ঠাই হবে এখানে। উপকার ভোগীদের ২শতাংশ জমি দিয়ে ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। দুইকক্ষ ও বারান্দা বিশিষ্ট প্রতিটি আধাপাকা ঘরের নির্মান ব্যায় ১ লক্ষ ৭১ হাজার টাকা।

সবগুলি বাড়ী সরকার নির্ধারিত একই নকশায় তৈরি হচ্ছে। রান্নাঘর, টয়লেটসহ অন্যান্য সুবিধা ও থাকছে বাড়ী গুলিতে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও নির্মানকাজ বাস্তবায়ন কমিটির সদস্য সচীব মোঃ মফিজুর রহমান জানান পুরোদমে কাজ এগিয়ে যাচ্ছে, আশাকরা হচ্ছে আগামী ২০ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালী সারাদেশে একযোগে উপকারভোগীদের মাঝে ঘরগুলি হস্তান্তর করবেন। তার পূর্বেই শতভাগ কাজ শেষ হবে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন