হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি নদীর পানি বেড়ে ৩১টি পরিবার জলাবদ্ধ, ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারী সহায়তা প্রদান

বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি নদীর পানি বেড়ে ৩১টি পরিবার জলাবদ্ধ, ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারী সহায়তা প্রদান

কর্তৃক
০ মন্তব্য 147 ভিউজ

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে গত চারদিনের অতিবৃষ্টির কারনে মধুমতি নদীর পানি বেড়ে কয়েকটি গ্রামে আংশিক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বেশ কয়েকটি পরিবার পানি বন্ধি হয়ে পড়েছে। ১নং উদয়পুর (সদর) ইউনিয়নের আস্তাইল,পশ্চিম চরগোবরা,চর উদয়পুর গ্রামের কিছু কিছু স্থানে উক্ত জলাবদ্ধতা দেখা গেছে।

জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৩১টি পরিবারের মাঝে সরকারী সাহায্য হিসাবে পরিবার প্রতি ১০কেজি চাউল ও একশত টাকা সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল রবিবার উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)সহকারী কমিশনার(ভূমি)অনিন্দ্য মন্ডল জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সরকারী সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান এসকে হায়দার মামুন,ইউপি সদস্য কামরুজ্জামান মোল্লা ও মোস্তাফিজুর রহমান সেন্টু, ইউপি সচিব বিভাষ চন্দ্র মুনি প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন