হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে ভূমি জরীপ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে আজ শনিবার দুপুরে উপজেলা সেটেলমেন্ট অফিসের আয়োজনে ভূমি জরীপ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, পরিচালক ভূমি রেকর্ড ও অতিরিক্ত সচীব মুহম্মদ ওয়াহীদুজ্জামান, এনডিসি।

বিশেষ অতিথি ছিলেন, খুলনার জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা কালাচাঁদ সিংহ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন, জোনাল সেটেলমেন্ট অফিসের চার্জ অফিসার ফাতেমাতুজ্জোহরার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, থানা অফিসার ইনচার্জ কাজি গোলাম কবীর, ভাইস চেয়ারম্যন মোঃ সেলিম রেজা, সহকারী উপজেলা সেটেলমেন্ট অফিসার বিমল বিশ্বাস, উদয়পুর ইউপি চেয়ারম্যান এসকে হায়দার মামুন, সাবেক ইউপি চেয়ারম্যান সিকদার জামাল উদ্দিন, উপজেলা দুর্নিতী প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আসগর আলী ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহীল কাফি।

মোল্লাহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী মোহন সহ উপ-সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা বৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও ভূমি মালিকগন। উল্লেখ্য মোল্লাহাটের ৫টি মৌজার ভুমি জরীপের কাজ সিমানা বিরোধ সহ নানা ধরনের জটিলতায় দীর্ঘ কাল বন্ধ থাকার পর নতুন করে উক্ত মৌজার জরীপ কাজ শুরু হতে জাচ্ছে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন