হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩৫ কেজি পুশকৃত চিংড়ি আটক। ৩০ হাজার টাকা জরিমানা

বাগেরহাটের মোল্লাহাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩৫ কেজি পুশকৃত চিংড়ি আটক। ৩০ হাজার টাকা জরিমানা

কর্তৃক Editor
০ মন্তব্য 115 ভিউজ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) ভ্রাম্যমান আদালত গোপন সংবাদের ভিত্তিতে উপজেলাধীন গাওলা ইউনিয়নের দক্ষিন মাটিয়ারগাতী বাজারের জুলহাস সরদারের ঘরে অভিযান চালিয়ে ৩৫ কেজি পুশকৃত চিংড়ি আটক করে। এ সময় চিংড়িতে অপদ্রব্য পুশকারী ২ জন শ্রমিককে ও আটক করা গেলে ও ঘর মালিক জুলহাস সরদারকে আটক করা সম্ভব হয়নি। তাদের কাছে কয়েকটি সিরিন্স ও ৫ কেজি বিষাক্ত পাউডার পাওয়া যায়।

আটককৃত শ্রমিক হাসান মোড়ল(৩০)এর বাড়ি যাত্রাপুরের কার্তিকদিয়া এবং লিটন গাজীর (৪০) বাড়ি দাকোপের বটবুনিয়া বলে তারা জানায়। আটককৃত চিংড়ি উপজেলা পরিষদ চত্বরের পার্শ্ববর্তি পরিত্যক্ত যায়গায় গর্ত খুড়ে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল স্থানীয় সাংবাদিকদের জানান, মোল্লাহাটে একটি দুষ্কৃতকারি চক্র দীর্ঘ দিন যাবত চিংড়িতে অপদ্রব্য পুশ করে অনৈতিক ব্যবসা করছে। বিষাক্ত পাউডার দিয়ে জেলি তৈরি করে চিংড়িতে পুশ করছে, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর, এছাড়া চিংড়ি রপ্তানিতে আন্তর্জাতিক বাজারে দেশের ভাবমূর্তি চরম ভাবে ক্ষুন্ন হচ্ছে। এ সকল দুষ্কৃতকারী চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে। এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজকুমার বিশ্বাস,সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম খান ও এএসআাই মোঃ রাশিদুল হাসান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন