মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে আজ শনিবার (২৮ নভেম্বর) উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং জাইকার সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে সহজ ও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে রাজস্ব প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা উন্নয়নে এক ভার্চুয়াল প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। একদিনের এ প্রশিক্ষনে প্রধান অতিথি হিসাবে জুম এ্যাপসের মাধ্যমে যুক্ত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন। প্রশিক্ষন পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) অনিন্দ্য মন্ডল। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর নুরজাহান খাতুন। প্রশিক্ষনের রিসোর্স পার্সন ছিলেন এ,টু,আই প্রকল্পের আইসিটি ডিভিশনের খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর ইয়াং প্রফেশনাল মোঃ সাইফুল্লাহ্। প্রশিক্ষনে অংশগ্রহন করে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ভূমি উপ-সহকারী কর্মকর্তা, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও ভূমি অফিসের কর্মচারী বৃন্দ। প্রশিক্ষনে জমির মিউটেশন আবেদন সহ নানা বিষয়ে ভূমি সেবা সহজিকরণের বিভিন্ন পদ্ধতি নিয়ে ভার্চুয়ালী প্রশ্ন ও উত্তর সহ ব্যাপক আলোচনা করা হয়।