মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে বিরোধপুর্ণ জমিতে ঘর নির্মানকে কেন্দ্র করে সংঘর্ষে আহত রবিউল মোল্লা মৃত্যু হয়েছে। শনিবার (২২মে) ভোর ৬টার দিকে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রবিউল উক্ত গ্রামের রতু মোল্লার ছেলে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার(২০মে) বিকালে বিরোধপুর্ণ জমিতে ঘর নির্মানকে কেন্দ্রকরে উপজেলাধীন আটজুড়ী ইউনিয়নের ভান্ডারখোলা গ্রামে প্রতিপক্ষের হামলায় ১০জন আহত হয়। আহতদের মধ্যে রবিউল মোল্লা(৩০) শরিফা খানম(২৫), এরাজ মোল্লার(৫৫) অবস্থা খারাপ হলে তাদেরকে মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
সরেজমিন খোজ নিয়ে জানাগেছে, উক্ত গ্রামের রতু মোল্লা ও সাইফুল মোল্লাদের সাথে একটি জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো, ঘটনার দিন বিকালে সাইফুল মোল্লা জোর করে বিরোধপূর্ন সে জমিতে ঘর নির্মান করতে যায়। এসময় রতু মোল্লা নির্মান কাজে বাধাদিলে সাইফুলের লোকজন দা, লাঠিসোটা নিয়ে হামলা করে। এ হামলায় ওভয় পক্ষের ১০জন আহত হয়।
আহত অন্যরা হলো রতু মোল্লা(৭০) নান্নু শেখ(৫০), আখলিমা(৫৫), জেসমীন(৪০)কুলসুম বেগম(৫৫)আদম মোল্লা(১৯)। লাশের ময়নাতদন্ত সম্পন্ন করে, শনিবার বাদ আসর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ বিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ কাজী গোলাম কবীর জানান, হত্যাকান্ডের বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।