মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে নগরকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মোকলেছ শেখ (৭০)আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। গত রবিবার রাত ৮ টার দিকে বার্ধক্য জনিত কারনে, চিকিৎসাধীন অবস্থায় মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি ইন্তেকাল করেছেন। তিনি একজন অবসর প্রাপ্ত সেনা সদস্য ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, পাঁচ পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি। সোমবার সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর বাদযোহর নগরকান্দি মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। রাষ্ট্রীয় ভাবে গার্ড অব অনার প্রদান করেন সহকারি কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোস্তাফিজুর রহমান বিশ্বাস ও উপ-পুলিশ পরিদর্শক মোঃ মামুনসহ সংগীয় পুলিশ বাহিনীর একটি দল। এসময় আরও উপস্থিত ছিলেন গাংনী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ভুলু মিয়া শেখ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজন প্রমুখ।