মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে বুধবার (২৮ মার্চ)সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে, ব্যাপ্টিস্ট এইড বিবিসিএফ এর মোল্লাহাট শিশু, যুব ও সমাজ উন্নয়ন প্রকল্পের আয়োজনে এবং সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের সহযোগিতায় ৪ দিন ব্যাপী মৎস্যচাষ বিষয়ক প্রশিক্ষন শুরু হয়েছে। উক্ত প্রশিক্ষন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহাীনুল আলম ছানা।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, প্রকল্প ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাস, লাইভলীহুড এন্ড রেজিলিয়েন্ট কমিউনিটি সুপারভাইজার জন প্রতিক, ট্রেনিং এন্ড মেটারিয়াল ডেভোলপমেন্ট অফিসার মাইকেল বিশ্বাস প্রমুখ। উক্ত প্রশিক্ষনে ৭০ জন মৎস্যচাষীকে প্রশিক্ষন শেষে চাষ করার জন্য মাছের পোনা দেওয়া হবে।