হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে বিদ্যুৎ স্পৃষ্টে পানচাষির মৃত্যু।

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটে মোল্লাহাটে বিদ্যুৎ এর তার ছিড়ে বরজে আগুন ধরেলে সে আগুনে দগ্ধ হয়ে একজন পানচাষির করুন মৃত্যু হয়েছে। দূর্ঘটনাটি ঘটেছে উপজেলাধীন আটজুড়ি ইউনিয়নের উত্তর আমবাড়ি গ্রামে। জানাগেছে শনিবার সাড়ে এগারোটার দিকে উক্ত গ্রামের পানচাষি দুলাল বিশ্বাস (৬৫), নিজ পান বরজে কাজ করছিলো।

সে অবস্থায় বরজের উপর বিদ্যুতের মেইন তার ছিড়ে পড়ে পান বরজে আগুন ধরে যায়। সে আগুনে দগ্ধ হয়ে দুলাল বিশ্বাস বরজের মধ্যেই মৃত্যু বরণ করে। একপর্যায় তার ভাই জুড়ান বিশ্বাস (৫৫), বরজে আগুন জ্বলতে দেখে দ্রুত তার ভাইকে উদ্ধার করতে বরজের মধ্যে প্রবেশ করে, তখন সে ও গুরতর ভাবে আগুনে দগ্ধ হয়।

তাকে প্রথমে খুমেক হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আরো খারাপ হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়। খবর পেয়েই উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

এঘটনায় মোল্লাহাট থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে। মামলা নং-৬, তারিখ ২৭/৩/২০২১ইং। মোল্লাহাট থানা পুলিশ নিহত দুলাল বিশ্বাসের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করলে পারিবারিক ভাবে রাত নয়টায় সৎকার করা হয়েছে।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন