মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে বজ্রপাতে প্রকাশ বিশ্বাস (৩৫) নামে এক মৎসচাষীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলাধীন আটজুড়ী ইউনিয়নের জয়ডিহি খালের মাথা এলাকায় বৃষ্টির মধ্যে মৎস্য ঘেরে কাজ করার সময় এ ঘটনা ঘটে। প্রকাশ বিশ্বাস মুণিজিলিা গ্রামের বিনয় বিশ্বাসের ছেলে।
স্থানীয়দের কাছে খোজ নিয়ে জানা গেছে, সকালে মৎস্য ঘেরে একজন শ্রমীক নিয়ে কাজ করতে যায় প্রকাশ বিশ্বাস ও তাঁর স্ত্রী। এরপর দুপুরের দিকে বৃষ্টি হলে তাঁর সাথে থাকা স্ত্রী ও শ্রমীক বৃষ্টির জন্য ঘেরের কুড়েঘরে আশ্রয় নিলেও প্রকাশ বৃষ্টির মধ্যে ঘেরপাড়ে দাড়িয়ে ছিলো।
এসময় তিনি বজ্রপাতের স্বীকার হন। এঅবস্থায় বিষয়টি বাড়িতে ফোন করে জানায় তাঁর স্ত্রী। ফোন পেয়ে বাড়ির লোকজনসহ স্থানীয়রা গিয়ে মৎস্যঘের থেকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি)অনিন্দ্য মন্ডল ও থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ দুঃখ প্রকাশ করেছেনে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।