মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে মঙ্গলবার(১৫ নভেম্বর) সকালে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের আয়োজনে ফায়ার সপ্তাহ-২০২২ উদ্বোধন করা হয়েছে। জাতীয় সংঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা ও ফায়ার সার্ভিসের নিজস্ব পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
পরবর্তিতে পবিত্র কোরআন তেলোয়াত ও আলোচনা সভা শেষে কবুতর উড্ডয়নের মধ্যদিয়ে ফায়ার সপ্তাহের উদ্বোধন করেন সহকারি কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মো কামরুল ইসলাম। অ
ন্যান্য অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন ওসি(তদন্ত) মোঃ মতিয়ার রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সাংবাদিক আমির আলী প্রমুখ।