মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহটে আজ মঙ্গলবার(১৬ ফেব্রুয়ারি) সকালে মোল্লাহাট প্রেসক্লাবে এক সাংবাদ সম্মেলন করেছে, সরসপুর গ্রামের সাখায়াত মুন্সির পুত্র রাইসুল মুন্সি।
তার পঠিত ও সাংবাদিকদের মাঝে বিতরণকৃত প্রেসনোটের মাধ্যমে জানাগেছে, গত ২৭ ডিসেম্বর,২০২০ইং তারিখে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের পিকিং বিশ্বাস, হাবিব বিশ্বাস, নুরু বিশ্বাস, কালু বিশ্বাস, সামুল বিশ্বাস, রাফাত ও আজগর গং এর অতর্কিত হামলায় তার ছোট ভাই তরিকুল ইসলাম লাদেন নিহত হয় এবং তার বৃদ্ধ মা, বাবা ও সে গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়।
কিছুটা সুস্থ হয়ে বর্তমানে বাড়িতে চিকিৎসধীন রয়েছে। এঘটনায় মোল্লাহাট থানা ও বাগেরহাট আদালতে ২টি মামলা হয়েছে। মামলায় উক্ত আসামীরা দীর্ঘদিন পালিয়ে থেকে উচ্চ আদালত থেকে জামিনে বাড়িতে আসে। বাড়িতে এসেই রাইসুলের পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি ধামকি দিয়ে যাচ্ছে এবং বলছে একজনকে মারলে ও যে সাজা হবে, সবাইকে মারলে ও একই সাজা হবে, তাই তোদের ও মেরে ফেলবো।
আসামীরা স্থানীয় ভাবে শক্তিশালি ও দাঙ্গাবাজ হওয়ায়, তার পরিবার খুবই অসহায় ও নিরাপত্তাহীন হয়ে পড়েছে। মোল্লাহাটের চাঞ্চল্যকর সোহরাব মেম্বর খুনের ঘটনায় ও পিকিং বিশ্বাস আসামী ছিলো।
তাই সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে তাদের পরিবারের নিরাপত্তা সহ আসামীদের জামিন বাতিল পূর্বক তাদের গ্রেফতার করে ন্যায্য বিচারের দাবি জানিয়েছে। এ সময় রাইসুলের মা রেক্সনা বেগম-, বাবা সাখায়ত মুন্সি ও চাচা মোঃ জাকির হোসেন মুন্সি উপস্থিত ছিলেন।
s