হোম রাজনীতি বাগেরহাটের মোল্লাহাটে নির্বাচনী সহিংসতায় একজন নিহত, আহত ২০জন।

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে চুনখোলা ইউনিয়নের শাষন গ্রামে গত বৃহস্পতিবার বিকালে (১এপ্রিল) এক মেম্বর প্রার্থীর পোষ্টার ছেড়াকে কেন্দ্রকরে সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০জন। জানাগেছে, উক্ত ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী(বর্তমান মেম্বর) মামুন শেখ এর তালা প্রতিকের পোষ্টার ছিড়ে ফেলে প্রতিদ্ব›দ্বী আরেক প্রার্থী কিবরিয়া শরীফের(মোরগ প্রতিক) সমর্থকরা। এ ঘটনার প্রতিবাদ করে মামুনের সমর্থক জেসমীন বেগম। তখন কথা কাটাকাটির এক পর্যায় কিবরীয়ার লোকেরা লাঠিসোটা ও ঢাল সড়কি নিয়ে মামুন শেখের লোকদের উপর ঝাপিয়ে পড়ে।

এসময় গুরুতর আহত মামুনের চাচা বৃদ্ধ আছাদ শেখ(৭০)কে মুমূর্ষ অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গুরুতর আহত অন্যরা হলো ইখলাস শেখ(৫৫), মেম্বর প্রার্থী মামুন শেখ, সুমী(২৬), আরিফুল, কামাল ভূইয়া প্রমুখ। আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতাল ও মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে নিহত আছাদ শেখের জানাজা সম্পন্ন করে তাকে দাফন করা হয়েছে। মোল্লাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন, অফিসার ইনচার্জ কাজী গোলাম কবীর, উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম-সম্পাদক ও শেখ হেলাল উদ্দীন এম.পি’র একান্ত সচিব শিকদার ওয়ালীদ হোসেন ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছেন। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে এঘটনায় শুক্রবার বিকাল পর্যন্ত কোন মামলা হয়নি।

 

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন