মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে সোমবার নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। নারী দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো “করোনা কালে নারী নেতৃত্বে,গড়বে নতুন সমতার বিশ্ব” দিবসটি উপলক্ষ্যে উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে, সকাল ১০টায় পল্লি উন্নয়ন মিলনায়তনে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্তানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম। পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার।
উপস্থিত ছিলেন ওসি তদন্ত জগন্নাথ চন্দ্র, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মিজানুর রহমান, সমবায় কর্মকর্তা আশুতোষ কুমার মল্লিক, মহিলা সংস্থার সভানেত্রী আম্বিয়া জামান, প্রেসক্লাব সাধরণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ ও উম্মে হামিমা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
