বাগেরহাট (মোল্লাহাট) প্রতিনিধিঃ
ইউরোপীয়ান ইউনিয়ন এর সহায়তা ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড-এর নেতৃত্বে এবং উন্নয়ন সংস্থা জেজেএস এর উদ্যোগে ‘পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন)এর আওতায় মোল্লাহাট উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ২৭ থেকে ২৯ ডিসেম্বর ২০২০ তারিখ পুষ্টি বিষয়ে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।
৭টি ইউনিয়ন পর্যায়ের ওরিয়েন্টেশনে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, সচিব, সরকারী বিভিন্ন ডিপার্টমেন্ট ও সুশীল সমাজ এর প্রায় ১৭৫ জন অংশগ্রহন করেন। ওরিয়েন্টেশনে পুষ্টি কি, এর প্রয়োজনীয়তা, পুষ্টির উৎস, এলাকায় পুষ্টির বর্তমান অবস্থা, করনীয় এবং কমিটির আগামী কর্মপরিকল্পনা বিষয়ে ধারনা প্রদান করা হয়। উক্ত সাতটি ওরিয়েন্টেশনে রিসোর্স পার্সন হিসেবে পর্যায়ক্রমে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃষ্ণ মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওসমান হামিদ।
দিন ব্যাপী ওরিয়েন্টেশন সমূহে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাগেরহাট এর এ্যাডভোকেসী স্পেশালিষ্ট রোমানা শারমিন, নিউট্রেশন কোঅর্ডিনেটর হোসনেয়ারা বেগম এবং জেজেএস এর নিউট্রেশন স্পেশালিষ্ট মৌতিথি আইচ ও লাইভলিহুড । প্রাইভেট সেক্টর স্পোলিষ্ট মোঃ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোল্লাহাট প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন।
উল্লেখ্য, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে ওয়াটার এইড, রূপান্তর ও জেজেএস এর সমন্বয়ে গঠিত কোস্টাল কনসোর্টিয়ামের মাধ্যমে বাগেরহাট জেলার উপকূলীয় চারটি উপজেলায় (মোল্লাহাট, কচুয়া, মংলা ও শরণখোলা) সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর পুষ্টির সার্বিক উন্নয়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
s