মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে বৃহস্পতিবার (২১ অক্টোবর) উপজেলা পল্লী উন্নয়ন অফিসের আয়োজনে, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত করোনা পরিস্থিতিতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে, প্রণোদনা প্যাকেজের আওতায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড মোল্লাহাট এর বাস্তবায়নে করোনাকালীন সময়ে ক্ষতিগগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রত্যেককে একলক্ষ টাকা করে মোট ২৫ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
মোল্লাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান সুবিধাভোগিদের হাতে এ ঋনের চেক তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, বিআরডিবির উপ-পরিচালক নাসির উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, অফিসার ইনচার্জ সোমেন দাশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, অধ্যক্ষ এল জাকির হোসেন প্রমুখ।