বাগেরহাট (ফকিরহাট) প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় আজ রবিবার বাগেরহাটের মোল্লাহাটে কোভিড-১৯ ভ্যাক্সিন (করোনা টিকা) কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা কেন্দ্রের উদ্বোধন করেন, মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন।
উদ্বোধনের শুরুতেই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস. কোভিড-১৯ টিকা তার শরীরে নেন। এরপরই উপজেলা নির্বাহী অফিসার টিকা নেন। পর্যায় ক্রমে টিকা নেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মনিরুজ্জজামান চৌধুরী, মোল্লাহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, আর এম ও ডাঃ আব্দুল আওয়াল, ডাঃ জব্বার ফারুকী, সৌমিত্র মিত্র, ডাঃ নাহিদ মেহেদী, ডাঃ রুমানা আফরোজ, ডাঃ দিথী ঘোষ সহ সাংবাদিক ও স্বাস্থ্য কর্মিগন প্রমুখ।
উদ্বোধনী দিনে বেশ আনন্দঘন পরিবেশে ৪০ জনকে এ ভ্যাক্সিন দেওয়া হয়। আরো অনেকের ভীড় জমেছিলো টিকা গ্রহনের জন্য, ইউএইচও জানান আগামী কাল থেকে নিয়মিত ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিবন্ধিত ব্যাক্তিসহ আগ্রহী ব্যক্তিদের টিকা প্রদান করা হবে।
s