মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে ৬নং কোদালিয়া ইউনিয়নের সদ্য সমাপ্ত উপ-নির্বাচনে বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত ইউ.পি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন। আজ মঙ্গলবার(২৪ নভেম্বর ) সকাল সাড়ে দশটায় টুঙ্গিপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সমাধীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং ১৫ আগষ্টের শহীদদের ও মহীয়শী নারী মরহুমা শেখ রাজিয়া নাসের এঁর আত্মার মাগফেরাত কামনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জননেতা শেখ হেলাল উদ্দীন এম.পি’র জন্য দোয়া করেন।
সেখান থেকে কোদালিয়া ইউনিয়ন কাউন্সিলে পৌছালে ইউ.পি সদস্য, সচীব, উদ্যোগক্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ নতুন চেয়ারম্যানকে স্বাগত জানায়। এ সময় রফিকুল ইসলাম তার সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শান্তি শৃঙ্খলা বজায় রাখা, ইউনিয়নকে মাদক মুক্ত করে যুব সমাজকে সঠিক পথে পরিচালনা করা, চলমান করোনা পরিস্থিতিতে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে চলা, ঐতিহ্যবাহী কোদালিয়া বিলকে চাষাবাদের উপযোগী করা সহ তার উপর অর্পিত সকল কর্মকান্ড সঠিক ভাবে বাস্তবায়ন করতে ইউনিয়ন বাসীর সহযোগীতা কামনা করেন।
উল্লেখ্য উক্ত ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়ার মৃত্যুর চেয়ারম্যান পদটি শুন্য হওয়ার কারণে গত ২০ অক্টোবর ২০২০ইং তারিখে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে কোদালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ রফিকুল ইসলাম অংশ গ্রহণ করে বিনা প্রতিদন্ধিতায় ইউ.পি চেয়ারম্যান নির্বাচিত হয়।