মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে মঙ্গলবার ইউরোপীয়ান ইউনিয়ন এর সহায়তা ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড-এর নেতৃত্বে এবং উন্নয়ন সংস্থা জেজেএস এর উদ্যোগে ‘পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প’ ক্রেইন(ঈজঅঅওঘ) এর আওতায় মোল্লাহাট উপজেলা রিসোর্স সেন্টারে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট এর ইউনিয়ন পর্যায়ে কর্মরতদের নিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষ পুষ্টি বিষয়ে ৩ দিন ব্যাপী প্রশিক্ষন শুরু হয়েছে।
প্রশিক্ষনে উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম খান রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন। শুভেচ্ছা বক্তব্য দেন মোল্লাহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও উপজেলা পুষ্টি উন্নয়ন কমিটির সদস্য মোহাম্মাদ আলী মোহন ও উক্ত প্রকল্পের উপজেলা সমন্বয়করী নবকুমার সাহা। ৩দিন ব্যাপী প্রশিক্ষনে স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, মৎস্য ও কৃষি ডিপার্টমেন্ট এর ৩০ জন অংশগ্রহন করছেন।
প্রশিক্ষণে জেজেএস এর নিউট্রিশন স্পেশালিষ্ট মৌতিথি আইচ মূল সহায়কের দায়িত্ব পালন করেন। প্রত্যক্ষ ও পরোক্ষ পুষ্টি বিষয়ক প্রশিক্ষনের মধ্য দিয়ে অংশগ্রহনকারীগন পুষ্টি বিষয়ে ব্যাসিক ধারনা অর্জন, গর্ভবতী ও প্রসূতি নারীর যতœ ও পুষ্টি, শিশুর খাদ্য ও পুষ্টি, কিশোর-কিশোরীদের পুষ্টি, বসত বাড়িতে শাক-সবজি উৎপাদন, সামাজিক সুরক্ষা কর্মসূচী এবং পারিবারিক ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে ধারনা অজর্নে সক্ষম হবেন এবং প্রশিক্ষণলব্দ জ্ঞান তাদের কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে উন্নত সেবা প্রদানে সক্ষম হবেন।
উল্লেখ্য, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে ওয়াটার এইড, রূপান্তর ও জেজেএস এর সমন্বয়ে গঠিত কোস্টাল কনসোর্টিয়ামের মাধ্যমে বাগেরহাট জেলার উপকূলীয় চারটি উপজেলায় (মোল্লাহাট, কচুয়া, মংলা ও শরণখোলা) সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর পুষ্টির সার্বিক উন্নয়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
s