হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

কর্তৃক Editor
০ মন্তব্য 87 ভিউজ

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে আজ রবিবার বিকালে বাংলাদেশ ছাত্রলীগ মোল্লাহাট উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গা এবং ভাস্কর্যের বিরুদ্ধে জামায়াত শিবির ও হেফাজতের ষঢ়যন্ত্রের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করেছে তারা।

গাড়ফা বাজার খাদ্য গুদাম সংলগ্ন উপজেলা ছাত্রলীগের কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চৌরঙ্গীতে এসে শেষ হয়। মিছিল শেষে উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজওয়ান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মোঃ সেলিম রেজা।

অন্যান্যদের মাঝে মিছিলে অংশ গ্রহন করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান আলী হায়দার মোল্লা, দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমএম নওশের আলী, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চৌধুরী আহসান হাবীব শামীম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও চুনখোলা ইউপি চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন, যুবলীগ নেতা ফারুক হোসেন, সাজ্জাদ আল ইসলাম মঈন, মিটুল সেখ, ছাত্রলীগ নেতা মোঃ সাজ্জাদ শেখ, সফিকুল আলম সুজন, জুম্মন খাকি, টিকলু মোল্লা, শামীম মোল্লা, লাভলু সেখ, মিল্টন বিশ্বাস, মহিদুল ইসলাম, প্লাবন বিশ্বাস প্রমুখ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন