ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট বাজারে ওষুধের ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিচালিত হয়। বুধবার (১২ অক্টোবর) দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন।
সূত্র জানায়, বাজারের ৩ টি ফার্মেসিতে অভিযান পরিচালনার সময় নানা অসঙ্গতি পাওয়া যায়। এর মধ্যে মিলন মেডিকেল হল নামক ফার্মেসিতে বিক্রয়যোগ্য নয় এমন স্যাম্পল ওষুধ ও অননুমোদিত অষুধ বিক্রি করার প্রমাণ পায় ভ্রাম্যামান আদালত। এতে ড্রাগ আইন-১৯৪০ অনুসারে ওই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্য দুটি ফার্মেসিকে সতর্ক করা হয়।
অভিযানকালে খুলনা ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাসহ ফকিরহাট মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন নিয়ম মেনে ফার্মেসি পরিচালনার জন্য মালিকদের পরামর্শ প্রদান করেন। জনস্বার্থে এধরণের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।
