মোংলা প্রতিনিধি:
বাগেরহাটের সংসদীয় আসন বিলুপ্তির প্রতিবাদে ও আসন পুনবহালের দাবীতে মোংলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির মোংলা পৌর ও উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শ্রমিক-কর্মচারী সংঘ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বরে সমবেত হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নুর জনি, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বাবলু ভূইয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ রুস্তম আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমির কোহিনূর সরদার ও পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ হোসেন।
এ সময় বক্তারা বলেন, বুধ ও বৃহস্পতিবারের হরতাল সফল করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। এ হরতালে মোংলা বন্দরের কার্যক্রম বন্ধ করে দেয়া হবে। বন্ধ থাকবে ইপিজেডসহ সকল শিল্পকলকারখানা, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, ফেরী ও নদী পারাপারও। এ হরতালেও যদি ইসির টনক না নড়ে তাহলে আরো কঠোর কর্মসূচী গ্রহণ ও পালনের সিদ্ধান্ত নেয়া হবে, তাতে যে সকল ক্ষয়ক্ষতি হবে তার দায় অবশ্যই নির্বাচন কমিশনকে নিতে হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।
এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ মঙ্গলবার বাগেরহাট সদরসহ সকল উপজেলা ও পৌর শহরগুলোতে ভিন্ন ভিন্ন সময়ে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন রয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটির।