হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটর মোাল্লাহাটে কৃষি সম্প্রসারণ বিভাগের মাঠ দিবস পালিত।

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসরাণ বিভাগের আয়োজনে কৃষকদের অংশগ্রহনে মাঠ দিবস পালিত হয়েছে। ১নং উদয়পুর ইউনিয়নের আস্তাইল গ্রামের টুকুমিয়া শরীফের ক্ষেতে লাভজনক ভূট্টা প্রদর্শনী উপলক্ষ্যে অনুষ্ঠিত এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট ডি এ ই খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ- পরিচালক (শষ্য) আব্দুল্লাহ আলমামুন, উপজেলা কৃষি অফিসার অনিমেষ বালা, কৃষি সম্প্রসারণ অফিসার কপিল বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এসএএও সাইফুর রহমান ও মুজাহিদুর রহমান প্রমুখ। হাইব্রিড কাভেরী ৫৪ জাতের ভূট্টা চাষ করে কৃষকরা খুবই লাভবান হয়েছে। আগামী মৌসুমে আরও ১শত জন কৃষক এ জাতের ভূট্টা চাষ করার উদ্যোগ নিয়েছে বলে কৃষক/কৃষানিরা জানিয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন