বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শা বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা সোমবার সকালে একটি অভিযান চালিয়ে ৩০ বছর ভারতীয় ফেন্সিডিলসহ গিয়াস উদ্দিন (৩৩), নামে একজনকে আটক করেছে। সে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদে জানতে পারি এক মাদক ব্যবসায়ী ভারত থেকে ফেনসিডিল এনে বসতপুর পাঁকা রাস্তা হয়ে যশোরের দিকে যাবে।
সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ফাঁড়ি থেকে একটি টিম নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ তাকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর কোটে সোপর্দ করা হবে।
s
