হোম অন্যান্যলিড নিউজ বাংলার সাবেক কমান্ডারকে গুলি করে গলা কেটে হত্যা

বাংলার সাবেক কমান্ডারকে গুলি করে গলা কেটে হত্যা

কর্তৃক
০ মন্তব্য 118 ভিউজ

যশোর অফিস :

যশোরের মণিরামপুরের হাজিরহাট দিগঙ্গা কুচলিয়া স্কুলের পাশে গুলি করে ও গলা কেটে রফিক (৪৫) নামে এক ব্যক্তিকে খুন করেছে দুর্বৃত্তরা। আজ দুপুর দুইটার দিকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নিহত রফিক উপজেলার মধুপুর গ্রামের আমারত আলীর ছেলে। তিনি ইজিবাইক চালাতেন। এর আগে এক সময় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার ছিলেন রফিক। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে মণিরামপুর থানায়।
স্থানীয় হরিদাসকাটি ইউপি চেয়ারম্যান বিপদভঞ্জন পাড়ে জানিয়েছেন, নিহত রফিকের মরদেহের পাশে তার ইজিবাইকটি পড়ে রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন