হোম জাতীয় বাংলাদেশ সব ধর্মের মানুষের মেলবন্ধন: পার্বত্যমন্ত্রী

জাতীয় ডেস্ক :

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, সব ধর্মের মেলবন্ধন বাংলাদেশে। সব ধর্মের মানুষ এখানে শান্তিপ্রিয়ভাবে মিলেমিশে বসবাস করছে।

তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের পূজার শেষেই বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা এবং এর পরেই মুসলমানদের ঈদে মিলাদুন্নবী। সংবিধানে সব ধর্মের মানুকে সমান অধিকার ভোগ করার উল্লেখ আছে।

বুধবার (৫ অক্টোবর) বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবান সদরের ১৪০টি বৌদ্ধবিহারের প্রতিনিধিদের কাছে সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক ধর্মের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

মন্ত্রী আরও বলেন, প্রত্যেক ধর্মাবলম্বীরা পার্বত্য অঞ্চলে শান্তিপূর্ণভাবে উৎসব পালন করছেন। সরকারি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী সবসময় নিরাপত্তার কাজে তৎপর রয়েছে। এখানকার মানুষ স্বাচ্ছন্দ্যে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মের উৎসব পালন করতে পারছে।

বীর বাহাদুর এ সময় ৫০০ কেজি করে সরকারি চাল ১৪০টি বৌদ্ধবিহারের প্রতিনিধির মাঝে বিতরণ করেন।

বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক ডা. মো. শেখ ছাদেক, বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান য়ইসা প্রু উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন