স্পোর্টস ডেস্ক:
শিলংয়ের পুলিশ বাজার এলাকা বেশ ব্যস্ত। বাংলাদেশ-ভারত এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচ উপলক্ষ্যে দুপুরের পর থেকে পুলিশ বাজারের ভিড় আরও বেশি। পাশ্ববর্তী দুই দেশের গুরুত্বপূর্ণ এই ম্যাচকে কেন্দ্র করে স্টেডিয়ামেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
কয়েক’শ মিটার হেঁটে স্টেডিয়ামের মূল ফটক। সেখানে গিয়ে দেখা গেল গ্যালারির প্রবেশের জন্য বিভিন্ন গেটে নম্বর দেওয়া। কয়েকটি গেটে নম্বরের পাশে বর্তমান দলের ফুটবলারদের বড় ছবি। একপাশে গেট নম্বর, আরেক পাশে ফুটবলারদের ছবি। ভারতীয় কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রীর ছবি দেখা গেল তিন নম্বর গেটে। গেট নম্বরের সঙ্গে অবশ্য জার্সির সাদৃশ্য নেই। সুনীল ১১ নম্বর জার্সিতে খেলেন।
ফুটবলারদের ছবি দিয়ে গেট নম্বরের সঙ্গে ব্র্যান্ডিং বাংলাদেশে কখনও দেখা যায়নি। শুধু ফুটবল কেন, ক্রিকেট বা অন্য খেলাতেও নেই। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এদিক থেকে খানিকটা নতুনত্ব এনেছে। ভারতে বিগত সময়ে কয়েকটি টুর্নামেন্ট কাভার করলেও স্টেডিয়াম গ্যালারির গেটে ফুটবলারদের দিয়ে এভাবে ব্র্যান্ডিং কখনও চোখে পড়েনি।
ম্যাচ শুরু হতে আরও ঘণ্টা তিনেকের মতো বাকি। মঙ্গলবার কর্মব্যস্ত দিনে এখনও দর্শকরা মাঠে আসা শুরু করেননি। আয়োজকদের তথ্য বলছে, স্টেডিয়ামের টিকিট বিক্রি সম্পন্ন। কিছুক্ষণ পর থেকে দর্শকদের ঢল নামার সম্ভাবনা আছে। বাংলাদেশ থেকে এই ম্যাচ কাভার করতে আসা সাংবাদিকরা স্টেডিয়ামে পৌঁছেছেন ম্যাচের কয়েক ঘণ্টা আগেই। যদিও ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে সাংবাদিকরা প্রেস ট্রিবিউনে প্রবেশ করতে পারছেন না।