হোম অর্থ ও বাণিজ্য বাংলাদেশ ব্যাংকের ‘ড্রেসকোড’ নির্দেশনা প্রত্যাহার

বাংলাদেশ ব্যাংকের ‘ড্রেসকোড’ নির্দেশনা প্রত্যাহার

কর্তৃক Editor
০ মন্তব্য 40 ভিউজ

নিউজ ডেস্ক:
বাংলাদেশ ব্যাংকে পেশাদার ও মার্জিত পোশাক পরিধান বিষয়ে অভ্যন্তরীণভাবে দেওয়া পরামর্শ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বাংলা ট্রিবিউনকে জানান, এ বিষয়ে কোনও নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়নি এবং কোনও অফিসিয়াল সার্কুলারও জারি করা হয়নি।

বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত সভায় সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় পেশাগত পরিবেশ বজায় রাখতে কর্মকর্তাদের মার্জিত পোশাক পরার পরামর্শ দেওয়ার বিষয়টি আলোচনায় আসে। তবে বিষয়টি শুধু বিভাগীয় পর্যায়ে সীমাবদ্ধ ছিল এবং কেন্দ্রীয়ভাবে এ নিয়ে কোনও নীতিগত নির্দেশনা দেওয়া হয়নি বলে জানান তিনি।

তিনি আরও বলেন, “বিষয়টি মিডিয়ার মাধ্যমে বিদেশে অবস্থানরত গভর্নর মহোদয়ের নজরে এলে তিনি তাতে অসন্তোষ প্রকাশ করেন। তার নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিষয়টি এ মুহূর্তে সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে।”

বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তে সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতের ভেতরে ও বাইরে নানা আলোচনা-সমালোচনার অবসান হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন