হোম খেলাধুলা ‘বাংলাদেশ ফিফা বিশ্বকাপে খেলতে পারে’

‘বাংলাদেশ ফিফা বিশ্বকাপে খেলতে পারে’

কর্তৃক Editor
০ মন্তব্য 44 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশে এসেছিল বিশ্বকাপ ট্রফি। তা দেখে অনুপ্রাণিত হয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াসহ সবাই। আগামী প্রজন্ম ঠিকই একদিন বাংলাদেশকে বিশ্বকাপে নেবে বলে বিশ্বাস আছে এই মিডফিল্ডারের। জামালের মতো একই প্রত্যাশা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ইনফান্তিনোর কাছে তার এক অনুসারী প্রশ্ন রাখেন— বাংলাদেশ কী কখনও বিশ্বকাপ খেলবে। উত্তরে শুক্রবার (১৬ জানুয়ারি) এক পোস্টে ফিফা সভাপতি বলেছেন, ‘অবশ্যই, বাংলাদেশ ফিফা বিশ্বকাপে খেলতে পারে। বাংলাদেশ এবং অন্যান্য দেশগুলো যাতে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে পারে, সেটাই ফিফার লক্ষ্য। আগামী বছরের বিশ্বকাপে আমাদের বেশ কয়েকটি নবাগত দল রয়েছে— যারা আগে কখনও অংশ নেয়নি। আফ্রিকা থেকে কেপ ভার্দ, কনক্যাকাফ অঞ্চল থেকে কুরাসাও, উজবেকিস্তান ও জর্ডান রয়েছে যারা প্রথমবারের মতো কোয়ালিফাই করেছে।’

ফিফা সভাপতি আরও বলেন, ‘বাংলাদেশ ফুটবলের দারুণ এক দেশ, যেখানে ফুটবল বর্তমানে জনপ্রিয় হয়ে উঠছে, তাদের অবশ্যই একটি সুযোগ আছে। বাংলাদেশ ফুটবল ও ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিদের বেড়ে উঠতে ফিফা প্রচুর বিনিয়োগ করছে। বাংলাদেশসহ বিশ্বের সব জায়গায় প্রতিভা রয়েছে এবং আমরা অদূর ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্বকাপে দেখার অপেক্ষায় আছি।’

বাংলাদেশ বিশ্বকাপে কখনই বাছাই পর্ব পেরোতে পারেনি। এবারও হামজা চৌধুরীরা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন