হোম জাতীয় বাংলাদেশ থেকে কর্মী নেবে জাপান: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

জাতীয় ডেস্ক:

বাংলাদেশ থেকে কর্মী নেয়ার প্রস্তাব দিয়েছে জাপান। সেপ্টেম্বর থেকে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

রোববার (৯ জুন) জাপানে জনশক্তি রফতানি বিষয়ে দেশটির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, মোট ৫ ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে কর্মী নেয়ার প্রস্তাব দিয়েছে জাপান সরকার। সেপ্টেম্বর থেকে কর্মী পাঠানোর এ প্রক্রিয়া শুরু হবে। তাই চাহিদা অনুযায়ী কর্মী সরবরাহ করতে প্রস্তুত আছে মন্ত্রণালয়।

এসময় তিনি আরও জানান, জাপানে পাঠাতে ভাষা শিক্ষাসহ কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণ দেয়া হবে আগ্রহী কর্মীদের।

এর আগে, বুধবার (৫ জুন) মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিমের সঙ্গে সাক্ষাত করে মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের ব্যাপারে তিনি বলেন, সব অনুমোদন প্রক্রিয়া শেষ করেও মালয়েশিয়ায় যেতে না পারা ক্ষতিগ্রস্ত শ্রমিকরা ক্ষতিপূরণ পাবেন। এ ঘটনায় দায়ীদেরও ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন