হোম খেলাধুলা বাংলাদেশ ক্রিকেটের জন্মদিন আজ, প্রথম ম্যাচের দলে ছিলেন যে ১১ জন

বাংলাদেশ ক্রিকেটের জন্মদিন আজ, প্রথম ম্যাচের দলে ছিলেন যে ১১ জন

কর্তৃক Editor
০ মন্তব্য 8 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের মধ্যে দিয়ে জন্ম হয় বাংলাদেশের। স্বাধীনতার পর নানা চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে যায় বাংলাদেশের ক্রিকেট। ১৯৭৭ সালে প্রথমবার বাংলাদেশ নাম নিয়ে খেলতে নামে ক্রিকেট দল।

আজকের দিনে তথা ৭ জানুয়ারি প্রয়াত শামিম কবিরের অধিনায়কত্বে ঢাকা স্টেডিয়ামে বর্তমানে যা বঙ্গবন্ধু স্টেডিয়ামে মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বিপক্ষে তিন দিনের ম্যাচ খেলেছিল বাংলাদেশ ক্রিকেট দল। সেবারই প্রথমবারের মতো কোনো দলের বিপক্ষে ‘বাংলাদেশ’ নামে খেলেন দেশের ক্রিকেটাররা।

তিন দিনের সেই ম্যাচটিকে ‘আন অফিসিয়াল টেস্ট ম্যাচ’ হিসেবে লেখা হয়েছিল ওই সময়ের পত্র-পত্রিকায়। ম্যাচটি উপভোগ করতে ৪০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন ঢাকা স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। অবশ্য এ ম্যাচের আগে ওই সফরে আরও দুটি ম্যাচ খেলেছিল এমসিসি। কিন্তু সেগুলো বিভিন্ন অঞ্চলভিত্তিক নামে খেলা হয়। ঢাকা স্টেডিয়ামে (বঙ্গবন্ধু স্টেডিয়াম) অনুষ্ঠিত ম্যাচটিই প্রথম বাংলাদেশ নামে খেলা হয়।

১৯৭৭ সালে বাংলাদেশ-এমসিসি তিন দিনের ম্যাচের টিকিট।

সময় পরিবর্তনের সঙ্গে পাল্টে গেছে ক্রিকেট। বর্তমানে ক্রিকেট এখন তিন ফরম্যাটের খেলা। ওয়ানডেতে গাজী আশরাফ হোসেন লিপু, টেস্টে নাইমুর রহমান দুর্জয় ও টি টোয়েন্টিতে শাহরিয়ার নাফিস বাংলাদেশের প্রথম অধিনায়ক। তবে দেশের ক্রিকেটে প্রথম অধিনায়ক হিসেবে স্বীকৃত শামীম কবির।

১৯৭৭ সালের ৭ জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত এমএসসির বিপক্ষে খেলা দলটিই ছিল প্রথম আনুষ্ঠানিক বাংলাদেশ ক্রিকেট দল। সেই দলকে নেতৃত্ব দেওয়া শামীম কবীরকে তাই বাংলাদেশ ক্রিকেটের প্রথম অধিনায়ক ধরা হয়। ২০১৯ সালে তিনি পরপারে পাড়ি জমিয়েছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির।

এমসিসির বিপক্ষে তিন দিনের ম্যাচটিতে ড্র’য়ের সুযোগ সৃষ্টি করেও শেষ পর্যন্ত হেরে যায় বাংলাদেশ। হেরে গেলেও সেদিন মূলত জয় হয়েছিল বাংলাদেশেরই। কারণ আদতে ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য ক্রিকেট খেলতে পারে কি না সেটি যাছাইয়ের পরীক্ষাও। মাঠের খেলার সঙ্গে ক্রিকেটের প্রতি দর্শকদের আগ্রহ সব মিলিয়ে বাংলাদেশকে আইসিসির সহযোগী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে। সেবারের সফর শেষে এমসিসির এক প্রতিবেদনের ভিত্তিতে ওই বছরের জুনে আইসিসির সহযোগী সদস্যপদ পায় বাংলাদেশ। খুলে যায় আন্তর্জাতিক ক্রিকেটের দুয়ার।

বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম ম্যাচে ছিলেন যারা: শামিম কবির (অধিনায়ক), রকিবুল হাসান (সহ-অধিনায়ক), শফিকুল হক হীরা, মাইনুল হক, ওমর খালেদ, এ এস এম ফারুক, সৈয়দ আশরাফুল হক, ইউসুফ রহমান বাবু, দৌলতুজ্জামান, দিপু রায় চৌধুরী ও খন্দকার নজরুল কাদের লিন্টু।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন