হোম অন্যান্যসারাদেশ বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের উদ্যোগে সুন্দরবন এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের উদ্যোগে সুন্দরবন এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 137 ভিউজ

খুলনা অফিস :
করোনা ভাইরাসের প্রভাবে সুন্দরবন ও তৎসংলগ্ন এলাকায় অসহায় ও দুস্থ জেলেসহ নিন্মআয়ের মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা ইমতিয়াজ আলম জানান, মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত পশ্চিম জোনের আওতাধীন বিসিজি স্টেশান কৈখালী কর্তৃক ভেটখালী, টেংরাখালী ও কালিঞ্চি সংলগ্ন এলাকায় দরিদ্র স্থানীয় অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

কোষ্টগার্ড সদস্যরা এলাকায় স্থানীয় অসহায় ও দুস্থ নিন্মআয়ের পরিবারের মাঝে তাদের নিজ নিজ বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। দেশে সার্বিক করোনা পরিস্থিতিতে সুন্দরবন ও তৎসংলগ্ন এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে কোস্ট গার্ডের এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোষ্টগার্ড কর্মকর্তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন